Monday, 8 January 2018

Sheddho Bhaat

আমার জামায় পোঁতা হুক তোমার প্রশ্নে ভরা মুখআমার সার্থপরের হাততোমার কষ্ট পাওয়ার ধাতআমার ব্যাবসা দারের মনভালো লাগবে কতক্ষনলোডশেডিং এর সুপারস্টারমোমবাতির এই অহংকারসম্ভবত আমার ভুল,তাই ওই রূটে হাটছি নামিথ্যে কথা বেমালুম তাই আর ঘাটাচ্ছি না
সেদ্ধ ভাতে আছি ভাইরক্তপাতে আমি নেইআমি গল্প হলেও সত্যিআমার গলা বেঙে লা লা লাআমার সব ঠাকুরেই ভক্তিআমার গুপ্ত কথা না না বলব নানা না বলব না কিছু
জন্মদিনে আঁকা খামএখন ফেরত ছাইছো দামকাটা মুন্ডু জ্বলছে রোজমশা মাছির নৈশভোজঘুমটা টেনে মারছো চোখলোক সমাজে গিলছো ঠোঁটতোমার ছাতা তোমার ব্যাগআমায় ফালতু দিচ্ছ র‍্যাগসম্ভবত আমার ভুল,তাই ওই রূটে হাটছি নামিথ্যে কথা বেমালুম তাই আর ঘাটাচ্ছি না

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...