Monday, 8 January 2018

Jani dekha hobe

মেলেছ চুল খুলেছ ডানা, জানি আঙ্গুল ছোঁয়ানো মানা | তবু আজ-ই, আমি রাজি | চাপা ঠোঁটে, কথা ফোটে, সময় | আমাকে রাখো বুকের পশমে, তোমার মরমে | ওহ জো ওহাদা কিয়া ওহ নিভানা পাড়েগা, রোকে জামানা চাহে, রোকে খুদায়ী তুমকো, আনা পাড়েগা | চোখ বলে, না না জলে যাব না | রাত বলে, না বিফলে যাব না | ছোটগল্পের স্টলে যাব না, তুই না এলে | দেখা যাবে যদি জানাজানি হয় | জোনাকিরা ভালো ঘুমপাড়ানি হয় | তারারাও নাকি অভিমানী হয়, দেখা না পেলে | জানি দেখা হবে, ঠোটের ভেতরে, ঘুমের আদরে | ঘাসবালিসেরা পাশ ফেরানো থাক্, বিছানার নিচে ঘুম-পিয়ানো থাক্, মিছিমিছি কিছু মোম জ্বালানো থাক্, একা টেবিলে | কাঁচামিঠে ছোঁয়া দিয়ে মাপি মন, ছোট কাগজের ভিড়ে ছাপি মন, মনে থাকে না যে মন খারাপি মন, দেখা না দিলে | জানি দেখা হবে, রাতের শরীরে, তোমার গভীরে | মেলেছ চুল খুলেছ ডানা, জানি আঙ্গুল ছোঁয়ানো মানা | তবু আজ-ই, আমি রাজি | চাপা ঠোঁটে, কথা ফোটে, সময় | আমাকে রাখো বুকের পশমে, তোমার মরমে | ওহ জো ওহাদা কিয়া ওহ নিভানা পাড়েগা, রোকে জামানা চাহে, রোকে খুদায়ী তুমকো, আনা পাড়েগা |

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...