এক যে ছিল পূর্ব, নিয়ে শুরুর অহংকার,
জাগে ভোরের শহর, ধোঁয়া উঠা চুমুক তার, তুমি জানতে জানতে জানতে, জানতে সময়। এক যে ছিল দক্ষিণ, নিয়ে হাওয়ার অধিকার, বাস্তু খোঁজে জানলার, ঘরে বাইরের আড়াল পর্দার, তুমি মানতে মানতে মানতে, মানতে বোধহয়। কোন সে অযথা ভুলে, চেনা উপকূলে, আসে ঝড়... বেনোজল বাঁধ খুলে, কোন মাশুলে, ভাসে ঘর... এক যে আছে উত্তর, আর চৌকাঠে দাঁড়ায় প্রশ্ন, ঘরের ভেতর ঘর, কোন উত্তাপে থাকে উষ্ণ, তুমি জানতে জানতে জানতে, জানতে বোধহয়, কোন সে অযথা ভুলে, চেনা উপকূলে, আসে ঝড়... বেনোজলে বাঁধ খুলে, কোন মাশুলে, ভাসে ঘর...
আর মায়াবিনী পশ্চিম, আসন্ন অন্তিম, শিথিল হচ্ছে স্নায়ু... তার আধাঁরের সঞ্চয়, অনিবার্য যত ক্ষয়, সূর্য তোমার কমছে আয়ু... আর মায়াবিনী পশ্চিম, আসন্ন অন্তিম, শিথিল হচ্ছে স্নায়ু... তার আধাঁরের সঞ্চয়, অনিবার্য যত ক্ষয়, সূর্য তোমার কমছে আয়ু... তুমি নামতে নামতে নামতে, থামবে কোথায়, এক যে ছিল শুরু, তার এক যে ছিল শেষ...
No comments:
Post a Comment