Wednesday 17 January 2018

হাসপাতালে


আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায়
আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক বাতাসে নোনা আরও নোনা, নোনতা স্বপ্ন ভাসে... স্বপ্নেরা শুড়শুড়ি দেয় চাহিদায়
বালিশের সাথে রাত্রি কেঁটে যা-আ-আ-আ-য়...
হাসপাতালে দেখতে এলে, আবার তুমি কেমন আছো ভালোই আছি, যতদিন আছি, তারপর কালো... শুধুই কালো, শুধুই কালো শুধুই কালো, শুধুই কালো, কালো... আমাকে দিনের বাইরেই ডানদিকে ব্যালকনিটাতে রাত হয়ে আসে ফিকে... কেউ জানেনা যে আমি আজও জেগে আছি কোনো অভিশাপে নিস্ফল লেগে আছি...

ফসফরাসের মতো ঝিকিমিকি দিচ্ছে তবু ফুসফুসে ফ্রিকসন ভরে দিচ্ছে... ঐচ্চিক রূপকথাতেই ফিরতে চাই তাই রোজ রাতে স্বপ্নের তীর্থে যা-আ-আ-আ-ই... হাসপাতালে দেখতে এলে, আবার তুমি কেমন আছো ভালোই আছি, যতদিন আছি, তারপর কালো... শুধুই কালো, শুধুই কালো, শুধুই কালো শুধুই কালো, কালো, কালো, কালো...

ছাল



চুকেবুকে গেছে আমার সূক্ষ্ম দুঃখ ঋণ আমি একা উদাসীন, ক্ষতিহীন স্যাকারিন... তোফাবাহা ডানা আমার মুক্ত ও স্বাধীন যেন আরব বেদুইন, আর বেদনাবিহীন... চুকেবুকে গেছে আমার সূক্ষ্ম দুঃখ ঋণ আমি একা উদাসীন, ক্ষতিহীন স্যাকারিন... তোফাবাহা ডানা আমার মুক্ত ও স্বাধীন
যেন আরব বেদুইন, আর বেদনাবিহীন...
ও তুমি জেলে, দুঃখ পেলে সমব্যাথার, কার্ড পাঠাব... ও পেলে খিদে, ক্রুশে বিঁধে ছুরিকাঁটায়, ছাল ছাড়াব...
দড়ি ছিঁড়ে তরী ফিরে তীরে যেতে চায় কোনও দাগী আস্তানায়, স্বর্গীয় সাততলায়... ডানপিটে হার্টবিটে, পার্ক স্ট্রিটে ছুটে যাই আনন্দ খুঁটে খাই, দ্বিধা দ্বন্দ্ব কে তাড়াই... দড়ি ছিঁড়ে তরী ফিরে তীরে যেতে চায় কোনও দাগী আস্তানায়, স্বর্গীয় সাততলায়... ডানপিটে হার্টবিটে ছুটে যাই আনন্দ খুঁটে খাই, দ্বিধা দ্বন্দ্ব কে তাড়াই... ও তুমি জেলে, দুঃখ পেলে সমব্যাথার, কার্ড পাঠাব... ও পেলে খিদে, ক্রুশে বিঁধে ছুরিকাঁটায়, ছাল ছাড়াব... ও পচো জেলে, কান্না পেলে ভদ্রতার, কার্ড পাঠাব... ও পেলে খিদে, ক্রুশে বিঁধে ছুরিকাঁটায়... ও পচো জেলে, কান্না পেলে ভদ্রতার, কার্ড পাঠাব... ও পেলে খিদে, ক্রুশে বিঁধে ছুরিকাঁটায়, ছাল ছাড়াব...


মানববোমা



তোমায় ভালবাসব বলে দেখতে চাইনা আর তোমায় তুমি বয়ে যেতে পার বেছে নেওয়া নর্দমায় শান্ত করতে চাইনা কান্না কোনো মিথ্যে শান্তনায় ছিন্ন ভিন্ন হতে পার আমার এ মানববোমায় উল্টো স্রোতে ভাসতে হলে গতিবেগ বারে কান্নার কাউকে ‘ভালবাসতে হলে' তুমি গান গেও আমার সাঁতরে পার খোঁজো সাগরের যদি বেঁচে থাকতে চাও কাউকে ভালবাসতে হলে তোমার হাতটা ধুয়ে নাও

পাঠিও না আর শুভেচ্ছা, না দেখা কোরো না
কোন ভরসাতে তোমায় বলব আত্মহত্যা কোরো না আজকে বৃষ্টি হচ্ছে আবার ঠিক সেই রাতেরই মতই তোমার স্বেচ্ছা মৃত্যুর ইচ্ছে আমি দিচ্ছি করে সই উল্টো স্রোতে ভাসতে হলে গতিবেগ বারে কান্নার কাউকে ‘ভালবাসতে হলে' তুমি গান গেও আমার সাঁতরে পার খোঁজো সাগরের যদি বেঁচে থাকতে চাও কাউকে ভালবাসতে হলে তোমার হাতটা ধুয়ে নাও

Resolutions






যখন কালো চুলের ভিড়ে সাদা যৌবনকে অন্তর্বাসে বাঁধা যাচ্ছে না কিছুতেই মাখছি আরও নিচুতে, কাদা যখন কালো চুলের ভিড়ে সাদা যৌবনকে অন্তর্বাসে বাঁধা
যাচ্ছে না কিছুতেই
মাখছি আরও নিচুতে, কাদা যখন সুখী শহর ঘুমে কাদা আমার একলা বিছানাতে কাঁদা থামছে না কিছুতেই চাইছি যে কী ছুঁতে হাত বাঁধা থাকত যদি সাইকেল একটা
এরোপ্লেনের মতো উড়তে পারতাম ওয়ানওয়ের যত ওয়ানট্র্যাক জানালায় রানওয়ের ধুলো আমি ছুঁড়তে পারতাম স্থায়ী কোনো আস্তাবল পেলে পঙ্খীরাজ ধরে পুষতে পারতাম তোমার নরম শরীরি বিছানা পেতে রোজ রাত্রেই আমি যুদ্ধে হারতাম শুধু একটু মনের জোর ভেঙে দিত হাড়গোড় এনিমি-র থাকলে হাতে হাত তোর হয়ে নিল-ডাউন হাতজোড় শত্রুশিবির যখন তোমার চোখেই আমার বাসা হতে পারত প্রেমের গল্প খাসা তবু ভিজে বারুদে আর ঘুমের ওষুধে কোণঠাসা বুঝবে কে ভালবাসার ভাষা হতাশা দুর্দশা না তামাশা তিনদিন বাস স্বর্গতে তার পর ঢোকে গর্ততে উচ্চাশা থাকত যদি নারকেল একটা মরুভূমিতেই আমি ব্রেকফাস্ট সারতাম দরকার হত একটা হাতুরি শুধু দেখতে, যে পারি না, তা কালকেই পারতাম অ্যারিস্টটল আর প্লেটোনিক ঘেঁটে যুক্তির দেশে আমি জেনারেল সাদ্দাম বাদামি ঠোঁটের পেয়ালা চুমুক দিয়ে দূর করতাম বন্ধ্যাত্বের দুর্নাম থাকত যদি সাইকেল একটা এরোপ্লেনের মতো উড়তে পারতাম ওয়ানওয়ের যত ওয়ানট্র্যাক জানালায় রানওয়ের ধুলো আমি ছুঁড়তে পারতাম স্থায়ী কোনো আস্তাবল পেলে পঙ্খীরাজ ধরে পুষতে পারতাম তোমার নরম শরীরি বিছানা পেতে রোজ রাত্রেই আমি যুদ্ধে হারতাম শুধু একটু মনের জোর ভেঙে দিত হাড়গোড় পৃথিবীর-র থাকলে হাতে হাত তোর হয়ে নিল-ডাউন হাতজোড় শত্রুশিবির

বাড়ী এসো




ডাকতে তোমাকে পিছুকতবার মাথা নিচুভুলে এই কতো প্রলভোনভুলে কতো কিছুফিরতে তোমাকে হয়।আমি জানি ; জানো তুমি।আজও মনে আছে, শেষ বারফিরে তাকানো তুমি
ফিরে এসো।।।
বাড়ী এসো।জানি চারদিকের সংকটে জনজটেদিন কাটে জন্ঝাটেপরাধীন এই যাতায়াতে উৎপাতেপথ ঘাটে চোরা অাধার পেরিয়েজানি খুদার্থ সেক্স অার অবসাদেজন্গলে ভেসে অাছো।।।নিরাপদ মোড়কের এইশপথ দেশে।।।কতো দিন শুধু স্বপ্নের সিনেমা তেফিরে পাওয়া তোমায়-
তোমার অাদর।
কতো দিন ফাটা ফাটি সাদা পরিপাটিবিছানাতে ডাকে তোমায় বিভোর চাদর।।।কতো দিন ছোয়া পাইনি তোমার ঠোটেকতো দিন ধরে হয়ছি পাথর।চুপিসারে এসো অভিসারে দেখোঘুমাচ্ছে।।।।।শহর।হে।।। হে।।।এতো দেরি করো না- কাছে অাসায়।।।এতো দেরি করো না ভালোবসায়এতো দেরি করোনা বাড়ি ফেরায়দেখো পথের পথে পড়ে অাছেঅাছে কত কাল।ফিরে এসো।।।বা।।।।।ড়ি।।।।।।এ।।।।।সো।।।।।।।

bador




bolte chaina, bolte chaina ashole
bhabte chaina ki hoto ki hole
khelte chaina, chharte chaichhi e-khela
badore merechhe thhela!
Oore baba re!
below-the-belt but oh-so-natural blame-e
Kishkindha policy’r porechi preme
sensitive tok norom, mone jhamela
sojore kheyechi thhela
laal bador, neel bador
bol na bhara koto tor
tor thhomoke chomoke
laage komorer jor
jaani roji laage taan
ke tepe romosh koti
kon kothi te naache tor
makaan kapda aur-roti
uunki mere dekhun go
key-hole-e ki hota hai
kar dugdugi te neche
kar paposhe sota hai
morkot nijer morji te naki boro bador has
thik kar ushkani te tor e-itna bara lyaj
bhul porishonkhan er
nei oitihashik daye
myth ullashe hashe
tai mithye jitte chaye
mukh bhengchabar sujog
tai juuge juuge tor
nitiheen er adore
tui hoyechish bador
uff ki jaala hayere kala jacchole
poro drobbo khamchiyo-na, na bole
sohobote sudha brithaye apatre dhala
badore chhireche kola
bador nachte koto nish?
payment cash-e na cheque-e?
bador kar jonno nachish?
supari nish ki dekhe?
bador pay korbo kaake–
toke na tor dalaal ke?
bachaal badraami ke daye
bureaucratic samal je?
jaat-chor, laath-khor
bandro-laal, bandro-neel
rock’n’roll, jack’n’jill
rondhro koto ta pichhil
kon khape dhyamon size,
kon paaper kemon prize,
kemon lagche limelight
dear monkey worldly-wise
laal bador koto jacche bajar-dor?
shithil tholthole sarir
sfito ghush kheko udar
jollader ki ahlade
bajar choshe tor o-ti
chushe chhibre kore daye
somman kapda aur-roti
uunki mere dekhun go
key-hole-e ki hota hai
kar dugdugi te neche
kar paposhe sota hai
morkot nijer morji te naki boro bador has
thik kon chulkani te tor e-itna bara lyaj
e-itna bara lyaj!
laal bador, bador neel
bandro laal, bandro neel
rock’n’roll, jack’n’jill
rondhro koto ta pichhil
baal bador, bador neel
bandro baal, bandro neel
rock’n’roll, jack’n’jill
rondhro koto ta pichhil

Sunday 14 January 2018

তোমার মাঝে নামব

তোমার মাঝে নামব আমি,
তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটব
সাঁতার, ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন যাপন,
স্বপ্ন দেখা, স্বপ্ন
ভাঙ্গা


সারা নিশি ভিজব দুজন
ছাদে ঝরা জলে II
সবুজ সুখে করব কুজন নীল
আকাশের তলে
পাজর দিয়ে আগলে রব
তোমায় সারা জীবন


সূর্য চোঁবে রাতের অধর,
ঝরবে নরম আলো II
নামব তোমার চোখের ভেতর,
বাসব অনেক ভালো
মনের সবুজ সূতো দিয়ে
বুনবো অনেক স্বপন


তোমার মাঝে নামব আমি,
তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটব
সাঁতার, ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন যাপন,
স্বপ্ন দেখা, স্বপ্ন
ভাঙ্গা


হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...