Wednesday 17 January 2018

মানববোমা



তোমায় ভালবাসব বলে দেখতে চাইনা আর তোমায় তুমি বয়ে যেতে পার বেছে নেওয়া নর্দমায় শান্ত করতে চাইনা কান্না কোনো মিথ্যে শান্তনায় ছিন্ন ভিন্ন হতে পার আমার এ মানববোমায় উল্টো স্রোতে ভাসতে হলে গতিবেগ বারে কান্নার কাউকে ‘ভালবাসতে হলে' তুমি গান গেও আমার সাঁতরে পার খোঁজো সাগরের যদি বেঁচে থাকতে চাও কাউকে ভালবাসতে হলে তোমার হাতটা ধুয়ে নাও

পাঠিও না আর শুভেচ্ছা, না দেখা কোরো না
কোন ভরসাতে তোমায় বলব আত্মহত্যা কোরো না আজকে বৃষ্টি হচ্ছে আবার ঠিক সেই রাতেরই মতই তোমার স্বেচ্ছা মৃত্যুর ইচ্ছে আমি দিচ্ছি করে সই উল্টো স্রোতে ভাসতে হলে গতিবেগ বারে কান্নার কাউকে ‘ভালবাসতে হলে' তুমি গান গেও আমার সাঁতরে পার খোঁজো সাগরের যদি বেঁচে থাকতে চাও কাউকে ভালবাসতে হলে তোমার হাতটা ধুয়ে নাও

No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...