Sunday, 14 January 2018

মন মুনিয়া

মন মুনিয়া তোর কাছে কই
আমার মনের কথা।
তোর লাগিয়া রাত জেগে রই
হৃদয় জুড়ে ব্যথা
তোর তরে হায়, মন পুড়ে যায়
তুই সে থাকিস দূরে
দিন চলে যায় রাতের
মায়ায়
আমার হৃদয় জ্বলে।।
কোন সে পথে পাব তোরে
কোন পৃথিবীর আঁধার ঘরে।
হয়নি আজও কিছুই বলা
না বলা সব কথা।।


তোর তরে হায়, মন পুড়ে যায়
তুই সে থাকিস দূরে
দিন চলে যায় রাতের
মায়ায়
আমার হৃদয় জ্বলে।।


আঁধার ঘরে আলো জ্বালি
তোরে দেখার আশায়।
পুড়ছি আমি একাই শুধু
তোরই সেই ভালবাসায়


তোর তরে হায়, মন পুড়ে যায়
তুই সে থাকিস দূরে
দিন চলে যায় রাতের
মায়ায়
আমার হৃদয় জ্বলে।।


No comments:

Post a Comment

হাসপাতালে

আমার -এ শরীর আজও স্পর্শ চায় আরও একবার তোমাকে বিছানায়... মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায় আজও কেউ বসে দক্ষিণ জানালায়... দক্ষিণের সামুদ্রিক...